পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৯জুলাই) সকালে পরশুরাম মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা। পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম দেব নাথ, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টো, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া ও চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঞ্জাসহ প্রমুখ। পবিত্র ঈদুল আযহা ২০২২ উপলক্ষে পরশুরামে কর্মরত ২৮জন গ্রাম পুলিশ সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment