কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি। বিকেলে ৫ টায় একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বরথেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে সমাবেশ করে। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলামবিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তীতে এই প্রথম কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার ঘটনাঘটেছে। ৪ দিন আগে সাংবাদিক রুবেলে নিখোঁজ হন।পুলিশ তাকে জীবিত উদ্ধার করতে পারেনি।এই দায় পুলিশ এড়াতে পারে না। প্রতিদিন কুষ্টিয়ায় হত্যাকান্ডের ঘটনা ঘটছে।এবার সাংবাদকর্মী খুনের ঘটনা ঘটলো।আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যকারীদের গ্রেফতার করতে না পারলে আন্দোলনের মাধ্যমে কুষ্টিয়া শহরকে অচল করে দেয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। প্রসঙ্গত : ৩ জুলাই আমাদের নতুন সময় কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হলেপরে দিন ৪ জুলাই তার ছোট ভাই কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। জানা গেছে, গত ৫ দিন ধরে নিখোঁজ ছিল রুবেল। ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় রুবেলের মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে কুমারখালী যদুবয়রা ব্রীজের নিচ থেকে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment