টাঙ্গাইল প্রতিনিধিঃ খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করেছে, নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৪ জুন সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা সহ উপজেলার সকল ইউনিয়নের প্রান্তিক কৃষকগণ। এ সময় বক্তারা বলেন, আগাম বন্যা ও করোনার ভয়াবহতা কাটিয়ে উঠতে সরকার খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করেছে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি প্রধান দেশের কৃষকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ন নিয়ে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। সরকারের এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত থাকবে। উপজেলার ৪ শত কৃষকদের মাঝে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি আমন ধানের বীজ সরবরাহ করে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।