স্টাফ রিপোর্টারঃ রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর আইপিডিজি আবু ফয়েজ খান চৌধুরীর সহযোগিতায় বিভিন্ন রোটারী ক্লাবের উদ্যোগে ত্রাণবিতরন করা হয়েছে। ৪ জুলাই সোমবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজলার সাচনাবাজার ইউনিয়ের ৫নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, পিডিজি এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি ফিরোজা রহমান, পিপি কামাল উদ্দিন ভূইয়া, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট তানিয়া আহমদ, নোটারী ক্লাব অব ডাউন টাউন এর প্রেসিডেন্ট নোটারিয়ান মোস্তফা আজাদ, কুমিল্লা ক্লাব অব সিটির রোটারীয়ান প্রেসিডেন্ট এম কে রহমান জনি, এডভোকেট নাসিরুল হক আফিন্দী। অন্যান্যদের মধ্যে, উপস্হিত ছিলেন মুজিবুর রহমান পীর, এডভোকেট মুসফিকুর রহমান পীর, মোহাম্মদ বনি আমীন পীর, সাবেক মেম্বার শেখ গোলাম মোস্তফা। এসময় আরো উপস্থিত ছিলেন সাচনাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ইসলাম নূর প্রমূখ।