যশোর জেলার অভয়নগর উপজেলায় “সনাতন বিদ্যার্থী সংসদ”, অভয়নগরের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ই জানুয়ারি) নওয়াপাড়া কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে অভয়নগর ব্লাড ব্যাংক, শ্রী শ্রী বাবা লোকনাথ সংঘ ও এক বেলার আহারের সহযোগিতায় বিদ্যাং দেহী এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে শ্রী বিকাশ রায়ের সভাপতিত্বে ও শ্রী সৌরভ অধিকারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফ হোসেন প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিদ্যুৎ দে (সনাতন বিদ্যার্থী সংসদ, যশোর জেলা শাখা) লিপি ব্যানার্জী (সহকারী শিক্ষক, হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়), আসমা নাসির, কিশোর কুমার সরকার, সত্যজিৎ মজুমদার, অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ ইমতিয়াজ ইয়াদ ও তন্ময় ঘোষ (একবেলা আহার) প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের সেবা ও সমাজকল্যাণের লক্ষ্যেই বিদ্যাং দেহী এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ আয়োজন। এছাড়া মানবিক কাজে সর্বদা অভয়নগরের সকল সংগঠনগুলোর পাশে থেকে সহযোগিতা করার জন্য অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


