স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার মাঘানসহ পৌরশহরের দেওথান ও মাইলোড়া এলাকায় অন্তত ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। এছাড়া কয়েকটি গরু ও রাজ হাঁসকেও কামড়িয়েছে ওই কুকুর।
এলাকাবাসী জানান, একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তা বা বাড়ির পাশে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এছাড়া কয়েকটি গরু ও হাঁসকেও কামড়েছে। এনিয়ে এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি ভয়ে আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন এতথ্য নিশ্চিত করে বলেন, এই দুই দিনে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একটু পর পর কুকুরে কামরানো রোগী আসছে। সরকারিভাবে হাসপাতালে জলাতঙ্কের ইনজেকশন না থাকায় ফার্মেসি থেকে কিনে রোগীরা ব্যবহার করছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলেছি। এই কুকুরটিকে মেরে ফেলা ছাড়া আর উপায় নেই। না হলে কুকুরে কামড়ের রোগী আরও বাড়তেই থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, একটা পাগলা কুকুর স্থানীয়রা মেরেছে। আরেকটা রয়ে গেছে মনে হয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।