স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বন্যার্তদের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির নেত্রকোনার ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উদ্যেগে পাঁচশো বানবাসীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৪ জুলাই) দিনব্যাপী খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নে শালদীঘা জিবি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, চিরা, পানির বোতল ও ঔষধ।
বিজিবির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন, চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৩ নম্বর, ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।