স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে নেত্রকোনার মোহনগঞ্জে ১৫০ জন বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও সেমাইসহ বিভিন্ন খাদ্য উপকরণের পাশাপাশি প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসি ও আশপাশের বন্যাকবলিত মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা এ ত্রাণ বিতরণ কাজে সহযোগীতা করেন।
এ সময় বন্যার্তের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন বাংলাদেশ পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ন মহাসচিব সাবেক সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ খান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল, মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, এসআই মমতাজ উদ্দিন প্রমূখ।
পরে দুপুরে একই স্থানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আরও ২৫০ জন বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।