স্টাফ রিপোর্টার ঃ
খেলাফত মজলিসের উদ্যোগে সুনামগঞ্জ জেলায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা উলামা মাশায়েখদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এর পূর্বে সকালে পৌর শহরের পাঠানবাড়ি, হাছনবাহার, সদর উপজেলার মনিপুরহাটি, বাহাদুরপুর, জয়নগর এলাকার সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশীদ ভ’ইয়া, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতিমূর মোহাম্মদ আজিজ, ছাত্র মজলিসের কেন্দ্রিয় জেনারেল সেক্রেটারী মোঃ খালেদ সাইফুল্লাহ, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা মুছা মোল্লা, সহ-সভাপতি শেখ ওয়ারিস উদ্দিন, মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, মাওলানা নূরুল আলম খান জাহাঙ্গীর, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল জলিল, ডা. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাজওয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর শাহ, বায়তুলমাল সম্পাদক ছমির উদ্দিন প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment