মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা; চালক গ্রেফতার পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় ৬ বছরের এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল হক (৪৫) নামের এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ জুলাই) উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের সালাম নগর থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রবিউল হক লক্ষনপুর গ্রামের মৃত আব্দুস সুবাহানের ছেলে। পুলিশ সূত্র জানান প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে বাড়ীতে পৌঁছে দেওয়ার নাম করে ৬ বছর বয়সী ঐ শিশু শিক্ষার্থীকে রিক্সায় উঠিয়ে বাড়ীতে না নিয়ে নেওয়াজপুর গ্রামস্থ একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে রিক্সাচালক রবিউল হক তাকে দ্রুত বাড়ীতে দিয়ে যায়। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন এই সম্পর্কে ভিকটিমের চাচা থানায় মামলা দায়ের করলে আমারা খুব কম সময়ের মধ্যে অভিযুক্ত আসামী রবিউল হককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্ধি প্রদান করে।