পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী শহরের একটি বাসার বাথরুমের উপরে বিশেষ কৌশলে লুকানো অবস্থান থেকে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দাউদপুর ব্রিজের পশ্চিম পাশে শুক্রবার (১ জুলাই) অভিযান চালায় পুলিশ। এ সময় সালেহ আহাম্মদ ম্যানশনের চতুর্থ তলার একটি ভাড়াবাসর বাথরুমের উপর থেকে পাঁচটি বস্তায় মোড়ানো ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা আবদুল করিম পালিয়ে যান। পরে পুলিশ করিমের স্ত্রী আয়েশা বেগমকে গ্রেপ্তার করে। পলাতক আসামি মো: আব্দুল করিম(৪২) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। বর্তমানে ফেনী সদর ১২নং ওয়ার্ড সালেহ আহাম্মদ ম্যানশন(ভাড়াবাসা) এর ৪র্থ তলা। পুলিশ সূত্র আরো জানায়, সালেহ আহাম্মদ ম্যানশনের চতুর্থ তলার ওই ভাড়াটিয়া দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান এ-সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।