ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী স্টাফ রিপোর্টার ঃ জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পুরো জেলাবাসী। বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে স্বয়ং প্রধানমন্ত্রী এসে দেখে গেছেন। ক্ষতিগ্রস্তদের পূণর্নবাসন করতে সংবাদ সম্মেলনও করেছেন প্রধানমন্ত্রী। বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে এসেছিলেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার মো.এনামুর রহমান । তিনি বলেছেন, চলমান বন্যায় সুনামগঞ্জ তথা দেশের যেসব এলাকার মানুষ ক্ষতিগ্র¯’ হয়েছে, সেইসব এলাকার একটি মানুষও না খেয়ে থাকবেনা। প্রয়োজনে তাদেরকে সরকারিভাবে পূনর্বাসনের ব্যাব¯’াও করা হবে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলায় ক্ষতিগ্র¯’ এলাকা পরিদর্শনে যাওয়ার পূর্বে ¯’ানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রেই দেশের উন্নয়ন এগিয়ে চলেছে। আজ তাঁরই নির্দেশে আমরা বন্যায় দূর্গতদের জন্য কাজ করে যা”িছ এবং এ অঞ্চলের রন্যায় ক্ষতিগ্র¯’ মানুষের জন্য সরকারিভাবে ত্রাণ বিতরনসহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য মহিবুর রহমান চৌধুরী নিক্সন, দূর্যোগ ব্যব¯’াপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, মহা মহাপরিচালক মো. আতিকুল হক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস প্রমূখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment