জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ইন-চার্জ সিইউও মেহেদী হাসান বাপ্পী (পরিসংখ্যান-মাস্টার্স) সুন্দরবন রেজিমেন্ট কতৃক রেজিমেন্ট ক্যাম্পিং ২০২১-২০২২ উপলক্ষে যশোর সেনানিবাসে আয়োজিত ক্ষুদ্রান্স ফায়ারিং প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন। ২৮ জুন ২০২২ তারিখে তাকে এই অর্জনের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া প্রদান করা হয়। এছাড়াও বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আফসানা আক্তার(আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-৩য় বর্ষ)বিএনসিসির সর্বোচ্চ র্যাক ক্যাডেট আন্ডার অফিসার (সিইও) পদে পদোন্নতি প্রাপ্ত হন। গত মঙ্গলবার ( ২৮ জুন) বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিএনসিসির অফিসে ঐক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সুন্দরবন রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল তাকে এ র্যাংকব্যাজ পরিয়ে দেন। একইদিনে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার (পিইউও) মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ক্যাডেট ইন-চার্জ (সিইউও) মেহেদী হাসান বাপ্পীকে শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া পরিয়ে দেন। এছাড়াও প্লাটুনের আরো ৭জন ক্যাডেট বিভিন্ন পদে পদোন্নতি লাভ করেন বলে। তাদের মধ্যে সার্জেন্ট পদে সানজানা রহমান (কৃষি ৩য় বর্ষ); কর্পোরাল পদে মেহেদী হাসান (গণিত মাস্টার্স) এবং আবু হুসাইন মোল্লা (ইতিহাস ৩য় বর্ষ), এছাড়াও ল্যান্স কর্পোরাল পদে ওয়াহিদা খানম উর্মি (বাংলা ৪র্থ বর্ষ), শেখ আব্দুর রহিম (আন্তর্জাতিক সম্পর্ক ৪র্থ বর্ষ), বেহেস্তি আক্তার (আন্তর্জাতিক সম্পর্ক ২য় বর্ষ), এলটি বিকাশ চাকমা (বাংলা ২য় বর্ষ) পদোন্নতি লাভ করেন। এ সম্পর্কে শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া অর্জনকারী মেহেদী হাসান বলেন,আমার ক্যাডেটশীপের মেয়াদ একেবারেই শেষের দিকে। বিদায়লগ্নে এরকম একটি অর্জন সত্যিই আমার জন্য অনেক আনন্দের। বিভিন্ন ক্যাম্পে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরা বরাবরই নানা গৌরবময় অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করছে। তারই ধারাবাহিকতা আমার এই অর্জন। তিনি আরো বলেন আমি আশা করি সামনের দিনে আমাদের ক্যাডেটরা এর ধারাবাহিকতা বজায় রেখে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের মাথা আরো উচু করবে।