স্টাফ রিপোর্টার : ঢাকা আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে ও বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘন্টাব্যাপী পৌরশহরে আবু আব্বাছ কলেজের আয়োজনে ওই কলেজের সামনের সড়কের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচী পালিত হয়।
শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবির সরকারের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত কুমার সাহা রায়রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক বদিউজ্জামান প্রমুখ।
সহকারি অধ্যাপক মো. নাজমুল কবির সরকার বলেন, ‘শিক্ষককে পুলিশ প্রহরায় জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘুরানো হয়েছে। প্রভাষক উৎপল কুমার সরকারকে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। তার এ মৃত্যু আমাদের নাড়া দিয়েছে, রাস্তায় নামাতে বাধ্য করেছে। আবু আব্বাছ কলেজ পরিবার এ মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছে। হত্যাকারীর বিচার হোক এবং দেশে যেন এধরনের ঘটনা আর যাতে না ঘটে তার প্রতিকার চাই। আমরা শিক্ষক ও মানুষ গড়ার কারিগর। সমাজ আমাদেরকে বলে আমরা জাতির মেরুদন্ড। আর মেরুদন্ডের উপর এমন অত্যাচার আমরা দেখতে পাচ্ছি। আমরা শিক্ষকরা জাতিকে কিভাবে ঠিকিয়ে রাখবো। দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।’
অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, গত দুদিন আগে নির্যাতন করে শিক্ষককে হত্যা করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এও দেখেছি একজন শিক্ষককে পুলিশ পহরায় জুতার মালা পড়ানো হয়েছে। তা খুবই নিন্দনীয়। পাশাপাশি শিক্ষক পরিবার ও ছাত্র-ছাত্রী সুন্দরভাবে বসবাস করতে পারে সরকার অবশ্যই সহনীয় পরিবেশ তৈরি করবেন এটাই আশা করছি।’
আবু আব্বাছ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ দুই শতাধিকের বেশি শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।