স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বসত বাড়ির আনুমানিক ১৩ গজ পূর্বে ফসলি জমিতে বন্যার পানিতে ডুবে ১৮ মাস বয়সি আলো মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরের দিকে উপজেলার বাতানিয়াপাড়া গ্রামের আলী আজগর ও মোছা. খালেদা আক্তার দম্পত্তির কন্যা।
কলমাকান্দা ওসি মো. আবদুল আহাদ খান পানিতে ডুবে শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, আলো মনির বাবা মাছ ব্যবসায়ী। তিনি ব্যবসার কারণে সকালে পাঁচগাও বাজারে চলে যান। শিশুটির মা খালেদা আক্তার সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আলো মনি তাদের ঘরের বারান্দায় খেলাধুলা করতে ছিল। শিশুটির মা হঠাৎ মেয়েকে বারান্দায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে দুপুরের দিকে বসত ঘরের পূর্ব দিকে আনুমানিক ১৩ গজ দূরে জনৈক আমিনুল ইসলামের (৫৫) ফসলি জমিতে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন।
তিনি আরো জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর ও অপমৃত্যু দায়ের করা হয়েছে।