স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে চার লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ভারতীয় মসল্লা এলাচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন। ওই ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে উপজেলার লেংগুরা ইউনিয়নে অবস্থিত লেংগুরা বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) ১১ সদস্যের টহল দল মালিকবিহীন অবস্থায় একশো তিন কেজি এলাচ জব্দ করে। চোরাচালানী এ পণ্য নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা দেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুর ২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে জানা যায়, নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৭ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে লেংগুরা বিওপির আওতাধীন এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় এলাচ মসল্লা করে বিজিবি।