স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং পণ্য ও এর মূল্য তালিকা প্রদর্শন না করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- জজ এন্টারপ্রাইজ, শাহজাহান মিষ্টিঘর, রাব্বি স্টোর ও মিঠুন মেডিকেল হল।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপজেলার ইলাশপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন ওই অধিপ্তরের সহকারি পরিচালক মো. শাহ আলম। এসময় তিনি চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় এবং তাদেরকে সতর্ক করেন।
এ অভিযানে জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. হাবিল উদ্দীন, পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান ও পুলিশের একটি দল সাথে ছিলেন।