কুবি প্রতিনিধিঃ
অটো গাড়ি উল্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) তিন শিক্ষার্থী আহত হয়েছে।আহত শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন (২২),ইমদ্দাত(২২),সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রায়হান(২১)।
মঙ্গলবার(২৮জুন) ময়নামতি জাদুঘর সংলঘ্ন শালবনের কাছে এই দূর্ঘটনা ঘটে।
কুবি শিক্ষার্থী ইমদ্দাত জানায়,পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আনন্দ র্যালি শেষ করে বাসায় ফিরছিলাম। আমরা গাড়িতে চার জন ছিলাম। উনার চালানো সুবিধার মনে হচ্ছিল না।আনসার ক্যাম্পের সামনেও উল্টিয়ে দিতে নিয়েছিল। আমারা তিন জন সবাই হাতে পায়ে হালকা ব্যথা পেলেও বড় কোন আঘাত পায়নি।তবে আরেকজন ছিল উনি মাথায় আঘাত পেয়েছে।উনাকে চিকিৎসার জন্য সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়ির চালক ইউনূস(৪২)জানায়,আমি দুই বছর ধরে গাড়ি চালাই।কখনো এমন ঘটনা হয় নাই।আমার হাটুর নিচে ব্যথা পেয়েছি। আমার গাড়ির অনেকটা ধুমরে মুচকে গিয়েছে।আমার যাত্রী কেউ গুরুতর আঘাত পায়নি আলহামদুলিল্লাহ।