স্টাফ রিপোর্টার : স্বপ্নের পদ্মা সেতুর শুভ কামনায় নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শনিবার (২৫ জুন) দুপুরে এ উপলক্ষ্যে জেলা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নেত্রকোনার জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি ও সদর উপজেলার প্রকৌশলী সুব্রত সরকার, নেত্রকোনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, মেসার্স কাজী ট্রেডার্সের স্বাত্ত্বাধিকারী কাজী সুজন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্গাপুর উপজেলার প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, কালমাকান্দা উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম, খালিয়াজুড়ী উপজেলা প্রকৌশলী খায়রুল ইসলাম, বারহাট্টা উপজেলা প্রকৌশলী মো. বিদ্যুৎ মিয়া ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ এবং ঠিকাদার মো. এমদাদুল ইসলাম, বাবন তালুকদার, মো. আনোয়ারুল হক, মো. সৌরভ ইসলাম ও মো. শফিকুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।