মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলার খাউড়া ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানাগেছে, শুক্রবার দুপুরে খাউড়া নদীতে কচুরিপানার মধ্যে আটকে থাকা মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, মরদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে শুধু ট্রাউজার ছিল।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে দুই তিন আগে মরদেহ ভেসে এসে কচুরিপানার মধ্যে আটকা পড়ে। স্থানীয় লোকজন দেখলেও কেউ চিনতে পারেনি।