পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আজ শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিয়ে ভাষণ দেবেন।
পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশস্থলে এদিন ভোর থেকে দলে দলে মানুষ জড়ো হচ্ছেন। ওই অঞ্চলসহ আশপাশের এলাকার মানুষ জনসভার আয়োজন দেখতে পদ্মাপারে ভিড় করছেন। পরিবারসহ এসেছেন অনেকে। সব বয়সি মানুষের উপস্থিতি রয়েছে সেখানে।
বিভিন্ন জেলা থেকে বাস-লঞ্চে করে সমাবেশস্থলে আসছেন মানুষ। এর ফলে মূল সড়কে বাসের দীর্ঘ সারি দেখা গেছে, তেমনি পদ্মায়ও দেখা গেছে বিভিন্ন সাজে সাজানো লঞ্চ-নৌকা। এ কারণে অনেকেই ব্যাটারিচালিত অটোভ্যানের ওপর নির্ভর করছেন। এসব ভ্যান বিকল্প রাস্তা দিয়ে জনসভাস্থলে যাচ্ছেন। সিএনজিচালিত অটোরিকশা করে আসছেন কেউ কেউ। মোটরবাইকে করে ছুটেছেন অনেকে।
আশপাশের মানুষ আসছেন হেঁটে। একদল মানুষকে ঢাক-ঢোল পিটিয়ে জনসভার দিকে যেতে দেখা গেছে। দলীয় স্লোগান দিতে দিতে খুলনা, শরীয়তপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। হাসিমুখে বিজয়ের চিহ্ন দেখিয়ে সবাই সমাবেশস্থলে ঢুকছেন।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি
মাওয়া পয়েন্টে বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। এর আগে তিনি সকাল ৯টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টে কর্মসূচিতে যোগ দেবেন। বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন।
তিনি বেলা ১১টা ২৩ মিনিটে মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেশি-বিদেশি সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর পর প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠাল বাড়িতে যাবেন। সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগ এ জনসভায় ১০ লাখ লোক জমায়েত করার ঘোষণা দিয়েছেন। জনসভায় যোগদান শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে যাবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।