আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে পবিত্র ঈদুল আজহার আগে জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা করেছেন বাংলাদেশ ব্যাংক। শুক্রবার (২৪ জুন) সকালে সোনালী ব্যাংক লিমিটেড নলছিটি শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বাংলাদেশ ব্যাংকের অতিটিক্ত পরিচালক(ব্যাংকিং) অসিত ভূষণ শীল। বরিশাল সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, বরিশাল সোনালী ব্যাংক লিমিটেড জোনাল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সরদার।আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম-পরিচালক নিখিল চন্দ্র শীল। এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সুব্রত মন্ডল। ব্যাংক কর্মকর্তারা বলেন, ঈদ, পূজা সহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহায় পেতে ব্যাংক গ্রাহক ও সাধারন মানুষকে জাল নোট চেনার উপায় হিসাবে টাকার উপরে প্রধান নিরাপত্তা বৈশিষ্টগুলি তুলে ধরে তারা নানান দিক নির্দ্দেশনা প্রদান করেন ।