স্টাফ রিপোর্টার:: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ বলেছেন, সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী উৎসাহ নিয়ে কাজ করছে। দুর্যোগ মোকাবেলায় সাহস নিয়ে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। সরকারের বিভিন্ন সংস্থাও বন্যার্তদের পাশে রয়েছে। আমাদের এখন দুর্যোগ মোকাবেলায় সময় এসেছে। সে সুযোগকে কাজে লাগিয়ে প্রমাণ করতে হবে সেনাবাহিনী খুবই আন্তরিক। যতদিন যাবে ততই নতুন নতুন সমস্যা তৈরী হবে। আমারা সেই ভাবেই তার মোকাবেলা করব। প্রধানমন্ত্রী প্রতিমুহুর্তে বন্যার খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর তথ্যমতে কাজ করছি। ৯৮ সালে বন্যা মোকাবেলা করেছি। এবারও বন্যা মোকাবেলা করার সর্বাতœক চেষ্টা চালিয়ে যাব। বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টার যোগে দুর্গত এলাকা ঘুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা মইনপুর গ্রামে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। পরে সেনা প্রধান কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ত্রাণ বিতরণে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাহাঙ্গীর হোসেন ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।