স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যার আগে উপজেলার পোগলা ইউনিয়নের গুতোরা গ্রামে পানিতে ডুবির ঘটনা ঘটে।
শিশু মোহাম্মদ আলী একই গ্রামের অটো রিকশা (সিএনজি) চালক আশিক মিয়ার ও সমলা আক্তার দম্পত্তির ছোট সন্তান।
জানা যায়, শিশুটির বাড়ির উঠানে বন্যার হাঁটু পানি ও বাবা আশিক মিয়া সিএনজি চালাতে সকালে বের হয়ে যান। মা সমলা আক্তার রান্নার কাজে ব্যাস্ত সময় পার করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ আলী ঘরের বারান্দায় খেলারত অবস্থায় ছিল। বারান্দায় শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির উঠানে বন্যার পানিতে শিশুটির চাচি মুক্তা আক্তারের পায়ে লাগে। পরে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানা পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যূর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর ও এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ে প্রক্রিয়াধীন বলে জানান তিনি।