মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। তবে কোন ধরণের হামলা বা নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২২ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুর দুই প্রান্তে র্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্য,সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্ৰ করে কোন ধরণের হামলা বা নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোন ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র্যাব। সমাবেশ স্থল ও গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে।এছাড়া র্যাবের উইং-এর হেলিকপ্টার সব সময় প্রস্তুত রাখা হয়েছে। সেতুর দুই প্রান্তে প্রবেশ স্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের চেকপোস্টের মাধ্যমে আগত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরোও বলেন, সেতুর দুই প্রান্তে নিরাপত্তা নিশ্চয়তার জন্য কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে র্যাব।র্যাব সদরদপ্তরের দুইটি কন্ট্রোল রুম খোলা আছে।সেগুলো সব সময় দায়িত্ব পালন করবে। র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার সাদেকুল ইসলাম সহ র্যাবের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment