মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (জুন ২২) সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রচুর বৃষ্টির কারনে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করতে না পেরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনন্দ উল্লাস করে র্যালিতে অংশ নেয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, মাদারীপুর জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদারসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্কাউটের সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থীসহ অন্যান্যরা।