কুবি প্রতিনিধি: নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) কুবি অধ্যায়ের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১জুন) নিলস বাংলাদেশের প্রেসিডেন্ট লুৎফুন্নাহার সঞ্চি স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। নবগঠিত কমিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান শুভকে সভাপতি ও বজমে আরা আহমেদ খান চৈতীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: ভাইস প্রেসিডেন্ট (অর্থ)- সামিয়া হক রিভা, ভিপি (অ্যাডভোকেসি)- বিবি মারিয়া, অ্যাসোসিয়েট ভিপি (অ্যাডভোকেসি)- মোঃ ফয়সাল আহমেদ, ভিপি (ইভেন্টস)- শেখ মাহমুদা, অ্যাসোসিয়েট ভিপি (ইভেন্টস)- সানজিদা ইয়াসমিন লিজা, ভিপি (কম্পিটিশন)- রুবাইয়াত আল মাহিম, অ্যাসোসিয়েট ভিপি (কম্পিটিশন)- মিথিলা মিনহা, ভিপি (মার্কেটিং)- ফাইজা কামাল মুনমুন, ভিপি (পার্টনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটার্নাল এক্সচেঞ্জ)-মো. মিনহাজুর রহমান ভূঁইয়া, অ্যাসোসিয়েট ভিপি (পার্টনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটার্নাল এক্সচেঞ্জ)- মোঃ আনিসুর রহমান এবং ভিপি (প্রকাশনা)- মোহাম্মদ রেজাওয়ানুল ইসলাম গণি। উল্লেখ্য, নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment