স্টাফ রিপোর্টার : নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে বানবাসি উপজাতীসহ বিভিন্ন সম্প্রদায়ের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ত্রাণ সহায়তার মাঝে রয়েছে- চাল, ডাল, চিনি, চিরা, গুড় ও বিস্কুট।
বুধবার (২২ জুন) সারাদিন ব্যাপী সীমান্তবর্তী দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত একশো পারিবারের হাতে ত্রাণ তুলে দেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা কলমাকান্দা উপজেলার পাঁচগাও বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) আওতাধীন রংছাতি ইউনিয়নের পাঁচগাও নদীরপাড়, রামনগর ও চন্দ্রডিঙ্গা গ্রাম এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহেশখোলা বিওপির দায়িত্বাধীন বংশিকুড়া ইউনিয়নের বহেরাতলা গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের অসহায় দুস্থদের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।