স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাহাড়ি ঢলে বিধ্বস্ত পাঁচশো ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে উপজেলার লেংগুরা ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়।
খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, পেঁয়াজ ও আলু এবং এক লিটার ভোজ্য তেল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে এই খাদ্য সহায়তা তুলে দেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও কলমাকান্দা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাইদুর রহমান ভূঁইয়াসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলু পাঠান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, কলমাকান্দা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলায়মান, কাউসার, কালন, মোবারক, হালিম খান, নাজিমুদ্দিন, আ. হক, তানবীর মিয়া, বিপ্লব, মিলন, হাবিব, শামছুল, নবীন হাওলাদার সহ লেংগুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া জানান, গত শুক্রবার (১৭ জুন) ভোর ৩টার দিকে সীমান্তের ওপারে লংরা এলাকায় পাহাড় ধসে ঢলের সাথে কাঁদা পানি গণেশ্বরী ও কাওবাড়ি নদী এবং পাহাড়ি বিভিন্ন ছড়া দিয়ে প্রবাহিত হয়। এতে ফুলবাড়ি, কালাপানি, লেংগুরা, লেংগুরা মধ্যপাড়া, জিগাতলা, রাধানগর, রাজনগর, চৈতানগর, তারানগর, গোড়াগাঁও গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে।
অসংখ্য গাছপালা উপড়ে মাটির সাথে মিশে ও ভেসে গেছে এবং রাস্তা-ঘাট তছনছ হয়ে রয়েছে। ফুলবাড়ি গ্রামের মো. আবুল কাশেম, আব্দুর রহমান, সুরুজ আলী, জাফর আলী সহ অনেকের বাড়ি-ঘর একেবারে বিলীন হয়ে গেছে। অসংখ্য গবাদি পশু নিখোঁজের পর খুঁজেও পাওয়া যায়নি জানান তিনি।