স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় গ্রামগুলোতে চারদিকে বন্যার পানি থৈ থৈ করছে। এরূপ পরিস্থিতিতে উপজেলার জগন্নাথপুর গ্রামের পূর্বপাড়া কবরস্থানের একটি করছ গাছে মেছো বাঘকে দেখতে পায় স্থানীয় তিন যুবক।
বুধবার (২২ জুন) বিকেল তিনটার দিকে মেছো বাঘটিকে উদ্ধার করে তিন যুবক এবং তাদের তত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।
জগনাথপুর গ্রামের সানোয়ার মিয়া, সুকায়েত ও শহীদুল্লা তিন যুবক জানায়, নৌকাযোগে ঘুরাঘুরি করার সময় গ্রামের পূর্বদিকে কবরস্থানে একটি করছ গাছে মেছো বাঘটি দেখতে পাই। পরে আরো কয়েকজনকে সাথে নিয়ে তাদের সহায়তায় লাঠি ও জাল দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাঘটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় মেছো বাঘটির হিং¯্রতা রোধে লাঠির আঘাতে কিছুটা আহত হয়েছে।
তারা আরো জানায়, মেছো বাঘটি বন্যার পানিতে ভেসে আসতে পারে। অথবা তাদের গ্রামে ধনু নদীর পাড়ে নল গাছের বন রয়েছে। সেখানে পানি বেড়ে যাওয়ায় করছ গাছে আশ্রয় নিয়ে থাকতে পারে। এরআগেও গত দুই বছর আগে নল গাছের বন থেকে আরেকটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছিল।
খালিয়াজুরীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইএম আরিফুল ইসলমকে বিষয়টি অবগত করা হলে তিনি জানান, বিষয়টি জানা নাই। প্রাণিটি কী অবস্থায় আছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।