পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও রিটার্নিং কর্মকর্তা সজল কুমার দাস এর নিকট মনোনয়নপত্র জমা দেন আগামী ৩ জুলাই নির্বাচনে একক প্যানেলের প্রার্থীরা। সোমবার (২০ জুন) তারা তাদের মনোনয়নপত্র জমা দেন।
একক প্যানেলে থাকা ৩১ সদস্যের মধ্যে একজন সহ-সভাপতি ও ১০জন নতুন সদস্যসহ মোট ১১জনই নতুন মুখ।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ফেনী জেলা ক্রীড়া সংস্থায় নতুন মুখ হিসেবে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন- সহ-সভাপতি পদে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদস্য পদে- ইয়াছিন শরীফ মজুমদার, আবুল কালাম পাটোয়ারী, রিয়াজ উদ্দিন রবিন, নুরুল করিম স্বপন, হাছিনা আক্তার নিঝুম ও মঞ্জিলা আক্তার মিমি।
বিগত (২০১৮ সালে গঠিত) কমিটি থেকে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা হলেন- সহ-সভাপতি গোলাম রাব্বানী, মহিনুর জাহান লাবনী, সহ-সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক পদে সাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য পদে সাইফুর রহমান, আলহাজ্ব হারুন রশীদ মজুমদার, আবদুল মোতালেব হুমায়ুন, নুরুল আফছার কবির শাহজাদা, আশ্রাফুল আনোয়ার, বেগম শামীম আক্তার ও খাদিজা আক্তার খানম।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২১ জুন, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে। ২২ জুন, বুধবার যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপত্তি দাখিল ও ২৩ জুন বৃহস্পতিবার আপত্তি শুনানী হবে। ২৭ জুন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ জুলাই নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য্য থাকলেও একক প্যানেল জমা হওয়ায় ভোট হচ্ছেনা। একইদিন বিকাল ৪টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একক প্যানেলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে বলে জানা যায়।