মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রাম হতে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । গত সোমবার উপজেলার আয়মা রসুলপুর ইউপির পশ্চিম কড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউপির পশ্চিম কড়িয়া গ্রাম হতে ৪০ (চল্লিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের মোঃ মোজাফ্ফর হোসেন এর পুত্র মোঃ ইসলাম হোসেন (শান্ত), সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীকে মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।