তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকর ও কমিউনিটি রেডিও সারাবেলার দারিয়াপুর সংবাদদাতা সুমন কুমার আর নেই । মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
পরিবার সুত্রে জানা যায় ,সুমন আজ (মঙ্গলবার) সকালে ঘুম থেকে উঠে টয়লেটে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৩টায় তার মৃত্যু হয়।
সুমন কুমারের অকাল মৃত্যুতে গাইবান্ধার সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ।