স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাইরুল ইসলাম (২১) নামে আরেক ট্রাক চালক নিহত হয়েছেন। গত সোমবার দিনগত রাত ১২টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিড়ি আঞ্চলিক মহাসড়কে নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক খাইরুইল একই উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গামের আব্দুল কালামের ছেলে।
জানা যায়, গত সোমাবার মধ্যরাতে খাইরুল তার ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন। বাড়িতে ফেরার জন্য অন্য একটি ট্রাক চালককে হাতে ইশারা দেন শুকনাকুড়ি সামনে নিয়ে যাবার জন্য। এসময় দুর্গাপুর থেকে বালু বোঝাই আরেকটি ট্রাক চাপ দেয়। এতে ঘটনাস্থলে খাইরুল মারা যান।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক ট্রাক চাপায় চালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে এবং এর চালক পলাতক আছে। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।