পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী পরশুরামের বক্সমাহমুদে রুহুল আমিন বাহার স্মৃতি গ্লোডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় বক্সমাহমুদ মর্ডান ক্লাবের আয়োজনে বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রুহুল আমিন বাহার স্মৃতি গ্লোডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ফেনী জেলা পরিষদ প্রশাসক ও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান সিদ্দিকী, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শরীফ মজুমদার, অতিঃ সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিম, পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনাম, রুহুল আমিন বাহার বড় ছেলে উপজেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্ট এর পৃষ্ঠপোষক পেয়ার আহমদ পাটোয়ারি, বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ উদ্দিন মজুমদার। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সমাহমুদ বাজার বণিক সমিতির সভাপতি নুর আলম কালাচান। ফাইনাল খেলায় পরশুরাম ফুটবল একাডেমী ২-১ গোলে বক্সমাহমুদ মর্ডাণ ক্লাব কে পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল কে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দল কে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন পরশুরাম ফুটবল একাডেমীর অধিনায়ক জুবায়ের আহমেদ। উল্লেখ্য রুহুল আমীন বাহার ২০২০ সালে ১৫ সেপ্টেম্বর মৃত্যু বরন করেন। তিনি পরশরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এছাও তিনি পরশুরাম বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। এক সময়ের পরশুরামের স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব কোলাপাড়ার কৃতী সন্তান রুহুল আমীন বাহারের স্মৃতিতে “রুহুল আমিন বাহার গ্লোডকাপ ফুটবল টুর্নামেন্ট” এর আয়োজন করা হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment