স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবক দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে উজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচি গ্রামের এ নিখোঁজের ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, বন্যায় চেলাচী গ্রামের নিখোঁজ আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়ি-ঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খবর শুরে ওই যুবক লোকজন নিয়ে আত্মীয়ের বাড়ির দিকে রওয়না হয়। পথের মধ্যে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনের বন্যার পানির প্রবল ¯্রােতে আক্কাসসহ তার সাথে থাকা তিনজন পানিতে পড়ে যায়। তিনজন সাঁতার কেটে উঠে আসতে পারলেও নিখোঁজ থাকে আক্কাস আলী। বিষয়টি স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুর ইসলাম জানান, শনিবার (১৮ জুন) সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসলে উদ্ধার কাজ চালানো হবে।
দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।