শেখ জহিরুল ইসলামঃনান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি। শুক্রবার (১৭ জুন) দুপুরে বাড়ির সামনে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে তিন কিশোর নিহত হন। তারা হলেন,নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে পংকরহাটি গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৩), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১২) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (৯)। নিহত সাঈদ ও স্বাধীন তারা দুজনই হেফজ বিভাগের শেষ অধ্যায়ের ছাত্র। অপরদিকে শাওন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে ঝিরিঝিরি বৃষ্টিতে তারা বাড়ির সামনে মাছ ধরতে গেলে বজ্রপাতে আহত হয়,এতে তিন কিশোরের শরীর ঝলসে যায়, পরে স্থানীয়রা তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরদের মৃত ঘোষণা করেন।একই সাথে তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment