ড. অ্যান্টনি ফাউসি, যিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও করোনার (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ে দেশটিতে নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি নিজে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার অ্যান্টিজেন টেস্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানিয়েছে, ফাউচির শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। বাড়িতে বসে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। যখন তিনি করোনা নেগেটিভ হবে তখন আবার এনআইএইচে সশরীরে কাজে ফিরবেন।
৮১ বছর বয়সী ফাউচির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা। ইতোমধ্যে করোনা টিকার প্রথম দুই ডোজ ও দুটি বুস্টার ডোজ নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে এনআইএইচ।
দীর্ঘদিন ধরে এনআইএইচের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্বে আছেন ফাউচি। তাছাড়া ১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে হওয়ার প্রত্যেকটি মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। এইডসের বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি।
সূত্র : এএফপি, আল-জাজিরা, এনডিটিভি