ঝালকাঠি প্রতিনিধি:
পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ঝালকাঠি একক বীমা সার্ভিস সেলের অধিনে গ্রাহকদের মাঝে বীমা দাবির ৫৩টি চেকের মাধ্যমে পঞ্চাশ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুন) সাকল ১০টায় পপুলার লাইফ ইন্সুইরেন্স ঝালকাঠি কার্যালয়ে গ্রাহকদের হাতে চেক তুলে দেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজার মফিজুল ইসলাম। এ সময় পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক পেয়ে গ্রাহকগণ উচ্ছসিত হন।
ঝালকাঠি সার্ভিস সেলের ইনচার্জ ও ডিজিএম মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা
অফিসের এজিএম জাকির মাহমুদ, মো. জিয়াউর রহমান ও মো. সুজন হোসেন।
ঝালকাঠি সার্ভিস সেল ইনচার্জ ও ডিজিএম মো. আরিফুল ইসলাম জানান, যথা সময়ে গ্রাহকদের চেক প্রদানের মাধ্যমে পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানি তার সুনাম ধরে রেখেছে। ভবিষতেও ঝালকাঠির প্রতিটি পরিবারে বীমার সেবা
পৌঁছে দিতে বদ্ধ পরিকর এই কোম্পানী।