পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে বজ্রপাতে নুর করিম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রাম চন্দ্র পুর গ্রামের এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বুধবার সকালে কৃষক নুর করিম ফসলী জমিতে কাজ করতে যায়। ওই সময় বেশ কয়েকটা বজ্রপাত এর ঘটনা ঘটে। দুপুরে গ্রামবাসী তার মৃত দেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউজামান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। নুর করিম একজন ভাল কৃষক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।