পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফেনী সদর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুন)বিকালে ফেনী শহরের গ্রেন্ড সুলতান কনভেনশন হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার।
উক্ত সম্মলনের উদ্বোধন করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর হোসেন, ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
উক্ত সম্মলনের দ্বিতীয় অধিবেশনে আকরামুজ্জামান রাজুকে সভাপতি ও বেলাল হোসেন’কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু।