আজ বুধবার দেশের বিভিন্ন জেলায় ১৭৬ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার দুটি ইউনিয়নে ভোট হচ্ছে দীর্ঘ ৩০ বছর পর।
জানা গেছে, হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন হরনী ও চানন্দী ইউনিয়নে নদী ভাঙ্গন ও সীমানা বিরোধসহ নানা জটিলতায় ১৯৯২ সালের পর নির্বাচন হয়নি। আজ বুধবার এই দুই ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ভোট।
এই দুই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে হরনী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৭জন (পুরুষ ১১ হাজার ৮৮০ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৫৮৭ জন) চানন্দী ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ৪০ হাজার ৭০১ জন (পুরুষ ভোটার ২০ হাজার ৯০১ জন ও মহিলা ভোটার ১৯ হাজার ৮০০ জন)।