দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের পাড়াদুর্গাপুর গ্রামের বাসিন্দারা সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজেদের অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মাণে উদ্যোগ নিয়েছেন। গ্রামের সঙ্গে আশপাশের পাড়া ও বাজারের সংযোগ স্থাপনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেখক ও অ্যাকটিভিস্ট আবুল কালাম আল আজাদ এবং ইউনিয়ন প্রশাসক সাহাদাত হোসেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন অবহেলায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সংকট নিরসনে গ্রামবাসীর চাঁদায় ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে।

সড়কটি রাজিবপুর-তেলিগাতী সড়কের সঙ্গে যুক্ত হবে। এতে ১১টি রিং কালভার্ট ও ২টি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় পাঁচ-ছয় হাজার মানুষ উপকৃত হবেন।

গ্রামবাসীরা বলছেন, এটি শুধু একটি রাস্তা নয়, আত্মনির্ভরশীল উন্নয়নের অনন্য দৃষ্টান্ত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version