এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নিখোঁজ হওয়া দশম শ্রেণীর ছাত্র শাহিন আলমকে(১৫) মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
সোমবার (১৩/জুন) রংপুর থেকে ডুবুরী দল এসে রাত সাড়ে আটটার দিকে সেচ ক্যানেলের নাউতারা সুইচ গেট থেকে এক’শ ফুট দুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকার নুরুজ্জামানের ছেলে। এবং একই ইউনিয়নের আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তো সে।
নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি জানান, সোমবার বেলা তিনটার দিকে কয়েকজন বন্ধু মিলে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে।
পরে তাকে পাওয়া না গেলে খোঁজাখুজি শুরু হয় বিভিন্ন ভাবে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ইসমাইল হোসেন জানান, উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রংপুর ডুবরী দলের টিম লিডার আমির আলী।