কুবি প্রতিনিধি: জ্ঞান শৃঙ্খলা সেচ্ছাসেবী এই তিন মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ৬ জন ক্যাডেট নতুন পদোন্নতি লাভ করেছেন। আজ সোমবার (১৩ জুন) প্লাটুনের অভিভাবক ২/লে: (বিএনসিসিও) অধ্যাপক ড: মো: শামিমুল ইসলাম এবং মহিলা প্লাটুনের কমান্ডার মোছা: শামসুন্নাহার পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের এই র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটরা হলেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে কর্পোরাল পদে ক্যাডেট হায়দার মাহমুদ, ক্যাডেট মোঃ তারিকুল ইসলাম, ক্যাডেট মোঃ সফিকুর রহমান। একইসাথে ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পাওয়া ক্যাডেটরা হলেন- ক্যাডেট মোঃ সামিন বখশ সাদী, ক্যাডেট মোঃ শামীম আশরাফ, ক্যাডেট আবু জাফর।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment