জবি প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন কাজল রাণী সরকারক এবং সাধারণ সম্পাদক সাকিব হায়দার রুদ্রকে। রবিবার (১২ জুন) সংগঠনের উপদেষ্টা ফখরুল ইসলাম ও নীল পদ্মরায় এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।