শেখ জহিরুল ইসলাম, নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করায়, তার প্রতিবাদে কটুক্তিকারীদের শাস্তির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মাওলানা তাবারক হোসেনের সভাপতিত্বে ও মাওলানা তারেক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূইঁয়া, লেখক কলামিস্ট ছাইদুর রহমান, উপজেলা জাসদ নেতা এ হান্নান আল আজাদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এমদাদুল ইসলাম, মুকুল ভদ্র সহ প্রমুখ। এছাড়াও নান্দাইল ছাত্র সমাজের উদ্যোগে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্ররা নান্দাইল সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং কানারামপুর বাজারে হাইওয়ে রোডে ছাত্র-জনতা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে।