দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য,ভাষা সৈনিক,বীর মুক্তিযোদ্ধা, কুটনৈতিক অর্থনৈতিক,রাজনীতিক,চিন্তক,লেখক এবং আলোকিত সিলেটের কৃতি সন্তান সদ্য প্রয়াত আবুল মাল আবদুল মুহিত এর চেহলাম সমপন্ন হয়েছে।
আজ শনিবার দুপুরে সিলেট মহানগরীর ধোপাদিঘীর পাড়স্হ হাফিজ কমপ্লেক্সে চেহলাম উপলক্ষে খতমে কোরআন,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে দোয়া পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি আবুল মাল আবদুল মুহিতকে একজন আলোকিত সফল মানুষ হিসেবে আখ্যায়িত করে বলেছেন,তিনি বিশ্ব মানবতার জন্য কাজ করে গেেন,জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সঙ্গি হিসেবে তাঁর নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র একটি দেশ হতে আজ বিশ্বের দরবারে মধ্য আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে আজ বহুদূর এগিয়ে গেছে। সর্বক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে দেশের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরন রাখবে। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দল মোমোন এমপি তাঁর বড় ভাই এ এম এ মুহিতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন,মুহিত ভাই ছিলেন একজন জিনিয়াস টেলেন্টেড (মেধাবী প্রতিভাবান) ব্যক্তি ছিলেন,তাঁর চিন্তা ও চেতনায় সকল সময়েই ছিল মানুষের কল্যাণ,দেশের টেকসই উন্নয়ন। তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুযোগ করে দিয়েছেন,এজন্য তিনি পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বড় ভাই মুহিত এর পদাঙ্ক অনুসরন আগামীর পথ চলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে আবুল মাল আবদিল মুহিত এর বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করা হয়। এসময় প্রশাসনের পদস্হ কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী পেশাজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পরিবারের সদস্যবৃন্দ সহ সমাজের সকল শ্রেণী পেশার কয়েক হাজার লোকজন এতে অংশ নেন। এর আগেরদিন শুক্রবার (১০ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত নাগরিক উদ্যোগ সিলেট এর আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীসভার অন্যান্য সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ সহ সিলেটের সকল প্রগতিশীল রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী সহ সকল শ্রেণীপেশার লোকজন তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version