“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার ১১ই জুন সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থী সমিতি পাঁচবিবির আয়োজনে উপজেলার সরকারী কবরস্থান, সৈয়দ নুর উদ্দীন রহঃ দরগাহ শরীফ এতিমখানা মাদ্রাসা ও বালিঘাটা সরকারী আর্দশ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের অবঃ প্রাপ্ত মেম্বারর ও সমিতির সভাপতি রেজাউল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সিনিয়র এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাদাত, কৃষিবিদ ডঃ আজমল হোসেন, অবঃপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ আজাদ আলী, এ্যাডঃ মাফিজুল সরকার, রায়হান মুকুল ও সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সম্পাদক মেজবা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখের আওয়াল, নির্বাহী সদস্য ফিরোজ হোসেন ফাইন, পুলক দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment