পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একদিন মেয়াদী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক বিরোধী কর্মকান্ডের নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: ইউসুফ আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।